সোশ্যাল বার্তা: সিপিআই এম এর ছাত্রসংগঠন ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) – এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে নদীয়া জেলার কৃষ্ণনগরে মঙ্গলবার রাস্তায় মিছিল ও সভা অনুষ্ঠিত হলো জেলা সংগঠনের পক্ষ থেকে।
প্রগতিশীল ছাত্র আন্দোলনের ধারা পরিবর্তনের বৃহত্তর লড়াই এর উত্তরসূরী স্বাধীনতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের ঐতিহ্যকে বজায় রেখে পঞ্চাশবছরে পা দিল এই ছাত্র সংগঠন।
সংগঠনের ৫০ বছর পূর্তি এ উপলক্ষ্যে নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে কৃষ্ণনগর শহরে মহামিছিল ও ছাত্র সমাবেশ করা হয় শহরের প্রাণকেন্দ্র পোষ্ট অফিস মোড়ে। শিক্ষা,সংগ্রাম ও আত্মত্যাগের পাঁচ দশক তারা পালন করে মিছিল ও সভা করে।
শহরে প্রাণকেন্দ্রে ছাত্র-ছাত্রীদের এই জমায়েত বেশ নজরকাড়ে সাধারণ মানুষের মধ্যে ।
সংগঠনের একজন সদস্য জানান “নতুন জাতীয় শিক্ষা নীতি বাতিল করতে হবে,স্কুল কলেজের ফ্রি মুকুব করতে হবে,কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহার করতে হবে।
উপস্থিত ছিলেন নেপালদেব ভট্টাচার্য্য, প্রতীকুর রহমান, এস,এফ, আই এর জেলা সম্পাদক মৌপিয়া রাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।