#Handloom : বাংলার তাঁতশাড়ি পাড়ি দিতে চলেছে অস্ট্রেলিয়া

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুরের তাঁতের শাড়ির গুণগতমান আগাগোড়াই ভালো। রাজ্যের মধ্যে তো বটেই, দেশের বিভিন্ন জায়গায় এর গুণগত মানের কৃতিত্ব সর্বজনগ্রাহ্য। এবার শান্তিপুরের তাঁতের শাড়ি তার গুণগত মানের বিচারে পাড়ি দিতে চলেছে বিদেশের মাটিতেও।

শান্তিপুরের গুণগত মানের তাঁতের শাড়ির স্যাম্পল নিয়ে এবার অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান বাপ্পাদিত্য খাঁ। ভারত সরকারের হ্যান্ডলুম এক্সপোর্ট প্রফেশনাল কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে ভারতবর্ষের মধ্যে ক্রিয়েটিভ বিভিন্ন রকম প্রোডাক্টের মধ্যে যেমন স্বর্ণালংকার চামড়া জাতীয় বিভিন্ন রকম দ্রব্য, শান্তিপুরের তাঁতের শাড়ি সহ ছয় রকম জিনিস এবার সিলেক্ট করা হয়েছে বিদেশে যাওয়ার জন্য।

আগামী ১৫ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর তিন দিনের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ণে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপো অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন দেশের রিমারকেবল প্রোডাক্টের প্রডিউসার এবং সেলারস মিট।সেই মিটে ভারত থেকে ছজন মাত্র ওইখানে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। এই রাজ্য থেকে একমাত্র প্রতিনিধি বাপ্পাদিত্য খাঁ বলেই জানা গিয়েছে। তিনি নিজেই জানিয়েছেন,’ প্রায় ৩০ কেজি ওজনের উচ্চ গুণগত মানের বিভিন্ন রকম তাঁতের শাড়ির প্রোডাক্ট নিয়ে শান্তিপুরের ভাঙ্গারসের পরের দিন ১১ই নভেম্বর তিনি রওনা দিচ্ছেন দিল্লি যাওয়ার জন্য । সেখান থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাওয়ার জন্য ১৩ তারিখ সকালে উঠছেন প্লেনে। তিনটি মেয়ের ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপোতে তিনি যোগ দিচ্ছেন।’ বিভিন্ন দেশের একাধিক বিভিন্ন রকম প্রোডাক্টের প্রডিউসারদের সঙ্গে দেখা হবে বাপ্পাদিত্যবাবুর। তিনি জানিয়েছেন এর ফলে শান্তিপুরের তাঁতের শাড়ির এবার বিভিন্ন দেশে এক্সপোর্ট করার সুযোগ আসতে চলেছে। এর ফলে আসবে বৈদেশিক মুদ্রা। যন্ত্রচালিত তাঁতের সঙ্গে এমনিতেই পাল্লা দিয়ে পারছে না হস্তচালিত তাঁত। তবে জামদানি সহ বিভিন্ন রকম সুতি এবং রেশমের বস্ত্র সঙ্গে নিয়ে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দিতে চলেছেন। সেখানে তার সঙ্গে দেখা হবে বিভিন্ন দেশের একাধিক ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে। তৈরি হবে যোগাযোগ বাড়বে, শান্তিপুরের তাঁতের শাড়ির বিক্রির সুযোগ। আসবে বৈদেশী মুদ্রা।’

Leave a Reply