সোশ্যাল বার্তা: প্রতি বছরের ন্যায় এ বছরেও নদীয়া জেলার কৃষ্ণনগরে হয়ে গেল নদীয়া বইমেলা । ৩৬ তম নদীয়া বইমেলার শুভারম্ভ হয় ১৯ শে ডিসেম্বর শেষ হয়২৪ ডিসেম্বর। এবার বইমেলা খুব অল্পসময়ের মধ্যে ঘোষণা হওয়ায় ও করোনার সব নির্দেশিকা মেনে মোট পঞ্চাশটি বইয়ের ষ্টল নিয়ে বইমেলা শুরু হয় কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে। সব অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ ছিলো। বই এর পাশাপাশি শহরের কিছু শিল্পীদের হাতে আঁকা ছবি দিয়ে হয়ে গেলো এক মুক্তচিত্রপ্রদর্শণী।
এই প্রদর্শণীর মূল আকর্ষন ছিলো গোল এম্ব্রডারী ফ্রেমে বাঁধানো মোট চোদ্দজন শিল্পীদের হাতে আঁকা চিত্র ও তার সাথে চলে শিল্পীসমন্বয়ে বসে ছবি আঁকার কর্মশালা। এই অভিনব প্রদর্শনী দেখতে বইপ্রেমী মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। এই প্রদর্শনীর আয়োজক শিল্পীরা বলেন আমরা গত আট বছর ধরে এই প্রদশর্ণী করে আসছি। এবারের প্রদর্শনী হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিলো। মেলার কর্মকর্তারা আমাদের প্রদর্শণী করার অনুমতি ও পাশে থেকে সবরকম সাহায্য করেন।আমরা প্রদর্শনী করতে পেরে মেলা কর্তৃপক্ষের কাছে সত্যিই কৃতজ্ঞ।শহরের মানুষের কাছে এই নান্দনিক চিত্র প্রদর্শণী মেলার এক অন্য মাত্রা যোগ করেছে।
উদ্যোক্তারা জানান তাদের এই মুক্ত প্রদর্শনীটি কয়েক দিনের মধ্যেই অনলাইনে ভার্চুয়াল ভাবে সাধারণ মানুষের সামনে তা তুলে ধরবেন।