মলয় দে নদীয়া :- গত কাল সন্ধ্যায়, নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে প্রকাণ্ড কেক কেটে পালিত হলো ২৫শে ডিসেম্বর। আট ফুট লম্বা এবং চার ফুট চওড়া সম্পূর্ণ নিরামিষ কেক বানাতে ১২ জন কর্মীর প্রায় ৪ ঘন্টা সময় লেগেছে।
প্রায় ৫০ কেজি ওজনের এই কেক ওই মন্দির আবাসনে ধাকা গুরুকুলের ছাত্রদের দ্বারা উদ্বোধন করা হয়েছে। অপর ধর্মের প্রতি সমান শ্রদ্ধার নিদর্শন হলেও এক অংশের মানুষ হিন্দু ধর্মের সনাতনী রীতিনীতির বদলে ক্রমশ প্রাশ্চাত্যের প্রভাব দেখতে পাচ্ছেন! তবে গুরুকুলের ছাত্ররা বা মন্দিরে বসবাসকারী প্রত্যেকেই খুশিতে মেতেছেন।