নিউজ সোশ্যাল বার্তা: সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । প্রান্তিক মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন । নদীয়া জেলার কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শও কাজ করে চলেছে সাধারণ মানুষের জন্য । গতকাল স্পর্শ গ্রুপের ত্রাণ বিতরণের কাজ চলছিল দিনপঞ্জি অনুযায়ী কৃষ্ণনগর ঘূর্ণি পন্ডপ পাড়া এলাকায় ।
কাজ চলার সময়ই স্পর্শের সদস্যবৃন্দ খবর পান একজন প্রসূতি মায়ের রক্ত স্বল্পতার কথা । কৃষ্ণনগরের বৌবাজার বাগানে পাড়া নিবাসী অমিত নাথের স্ত্রী বর্ণালী নাথ সন্তান প্রসবের কারণে নার্সিংহোমে ভর্তি খুব সংকট জনক অবস্থায়। তার অপারেশনের সময় তাকে ৪ উইনিট ব্লাডের প্রয়োজন । লক ডাউন চলায় ব্লাড ব্যাংকেও পর্যাপ্ত পরিমাণে রক্ত নেই খুব দিশাহারা হয়ে অমিত বাবু জাানান বিষয়টি । ফোন পাওয়া মাত্র স্পর্শের দুই সদস্য মলয় দাস এবং দেবাশীষ রক্ষিত ছুটে যায় শক্তিনগর জেলা হসপিটালে এবং সেখানে অমিত বাবুও উপস্থিত হন । শক্তিনগর জেলা হসপিটালে ব্লাড ব্যাংকে স্পর্শের দুই সদস্য মলয় দাস ও দেবাশীষ রক্ষিত ২ উইনিট রক্তদান করেন এবং সেই রক্ত সংরক্ষিত করে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে যেখানে অমিতবাবুর স্ত্রী বর্ণালী দেবী ভর্তি আছেন। খুশির খবর গতকাল সন্ধ্যা ৮ টা নাগাদ অমিত বাবুর স্ত্রী বর্ণালী দেবীর অপারেশন হয় এবং তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন।মা এবং সন্তান দুজনই সুস্থ আছে। শহরে মানবিকতার নজির সৃষ্টি করলো স্বেচ্ছাসেবী সংগঠন ।
এ প্রসঙ্গে সংস্থার সম্পাদক মলয় দাস জানান ” সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য । তাই ত্রাণ কার্যের পাশাপাশি আমরা এই মহান কাজে ব্রতী হয়েছি।”