মলয় দে নদীয়া :- ব্যাবসায়িক সুকৌশল হোক বা মনের ইচ্ছা প্রকাশ! নদীয়া শান্তিপুর শ্যামবাজারের এ প্রজন্মের কাপড় ব্যবসায়ী অমিত ঘোষ বছর খানেক আগে নতুন শুরু করেছেন কাপড়ের ব্যবসা! বংশপরম্পরায় তাঁত শাড়ি ব্যবসায়ীদের সাথেই হোক বা আধুনিক সোশ্যাল মিডিয়া ইন্টারনেট কে ব্যবহার করে ব্যবসাদারদের সাথে এঁটে উঠতে পারছিলেন না কিছুতেই! তবে পহেলা বৈশাখে লাল পাড় সাদা শাড়ির উপর গণেশ কলাগাছ নতুন বছরের শুভ কামনার বার্তা সম্বলিত ফেব্রিক রং এ আঁকা লেখা কাপড় ছিলো তার প্রথম হাতে খড়ি। সেক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় হলেও মুনাফা করতে পারেননি সেরকম! তার পরবর্তীতে দুর্গাপূজার অষ্টমী পূজো দেওয়ার শাড়িতে কাশফুল ঢাক দেবী দুর্গার মুখ ফুটিয়ে তুলে কিছুটা লাভের মুখ দেখেছিলেন তিনি, এরপর বেশ খানিকটা সাহস নিয়ে ক্রিসমাস উপলক্ষ্যে শান্তার ছবি এঁকে জমিয়ে রাখা ধরনের চল্লিশটি শাড়িই বিক্রি করে ফেলেছেন তিনি! আগামীতে দোল, সরস্বতী পুজো বা যেকোনো ধর্মীয় উৎসবে আরো বেশি মাত্রায় সার বিক্রি করে সফল হওয়ার আশায় বুক বেধেছেন নবব্যবসায়ী।