মলয় দে, নদীয়া :- নদীয়া’র শান্তিপুর বিডিও অফিসের সন্নিহিত আদ্যাপীঠ মায়ের পূজা সেরে, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, খাদ্য সাথী, শিল্পী ভাতা নানান সরকারি সুবিধা ট্যাবলো সাজিয়ে শুরু হলো বঙ্গধ্বনি যাত্রা।
গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং ছাত্র যুব মহিলা সংখ্যালঘু নানান গণসংগঠনের নেতৃবৃন্দ সরকারি রিপোর্ট কার্ড হাতে নিয়ে প্রচারে এলেন। জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু নেতৃত্ব দেন এই বঙ্গধ্বনী যাত্রার। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর বিভিন্ন সুবিধার কথা সাধারণ মানুষকে একবার মনে করিয়ে দিলেই যথেষ্ট। কারণ জনগণ বিচক্ষণ !তারা জানেন সাম্প্রদায়িক বিজেপিকে দায়িত্বভার দিলে বাংলা কি অবস্থা হবে! খনি,রেল, বিমানের মতো লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণ এর মাধ্যমে কর্মহীন করেছে বহু পরিবারকে। কৃষক বিরোধী কৃষি বিলের হলে তাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারো রেকর্ড পরিমাণে সংখ্যাতত্ত্বর ভিত্তিতে ক্ষমতায় আসতে চলেছে আগামী বিধানসভায়”।