দেবু সিংহ,মালদা: করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হবে মালদায় প্রজাতন্ত্র দিবস। আগামী বুধবার ২৬ জানুয়ারি উপলক্ষে এই প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হবে মালদার ডিএসএ মাঠে। আর সেই অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই ডিএসএ মাঠ সাজিয়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ।
যদিও এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্কুল-কলেজের পড়ুয়াদের সামান্য কয়েকজনকে উপস্থিত থাকার অনুমতি পত্র দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আংশিক সময়ের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ ও প্রশাসন।