মহিলাদের মধ্যে ন্যাপকিন বিলি ও স্বাস্থ্য সচেতনতায় অভিনব উদ্যোগ গ্রহণ করল স্বেচ্ছাসেবী সংগঠন

Social

নিউজ সোশ্যাল বার্তা, ৮ই নভেম্বর ২০১৯: বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। তবে স্বাভাবিক এই প্রক্রিয়াটিকেই সমাজের অনেকেই খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখেন । ফলে এ নিয়ে মহিলাদের মধ্যে শুরু হয় রাখঢাক। সচেতনতার অভাবে পরিষ্কার–পরিচ্ছন্নতার দিকেও নজর দেন না মেয়েরা । ফলাফল হিসেবে জরায়ুমুখ ও প্রজনন অঙ্গে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয়। যার দীর্ঘমেয়াদি কুফল বয়ে বেড়াতে হয় সারা জীবন। গ্রামের দিকে অনেক মহিলা আছেন যারা স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার জানেন না। অনেকে আবার দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতেও লজ্জা পান। বেশ কিছু এলাকায় রয়েছে এখনও প্রচলিত ঋতুস্রাব বা মাসিকের আনুষঙ্গিক নানা কুসংস্কার। সংস্থাটির অনেক দিন ধরে এই বিষয়ে সচেতনতার কাজ করার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে তারা শুরু করতে পারেনি । এবার স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় অভিনব উদ্যোগ গ্রহণ করল স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক রানাঘাট”।

নদীয়া জেলার রানাঘাটের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সাধারণ মানুষের জন্য বিভিন্ন সমাজ মূলক কাজে ব্রতী রয়েছে । বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে এই সংস্থাটি । কুসংস্কারের বিরুদ্ধে “MENSTRUAL HYGINENE” নিয়ে কাজ শুরু করল অন্য আরেকটি সংস্থা ‘MY ABHILASHA’ কে সঙ্গে নিয়ে । সুস্হ সমাজ গড়ার লক্ষে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে “MENSTRUAL HYGINENE” নিয়ে সেমিনার  শুরু করেছে “মানবিক রানাঘাট” ও ‘MY ABHILASHA’ ।

আজ রানাঘাট ২ নং ব্লকের হিজুলী গ্রামের সরকার ইটভাটাতে একটি সেমিনারের আয়োজন করা হয় । ২৯ জনের হাতে তুলে দেওয়া হয় ন্যাপকিন । স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ।

Facebook page:News Social Barta 24×7