বিনামূল্যে  স্বাস্থ্য শিবিরের আয়োজনে বি এস এফ

Social

দেবু সিংহ মালদা : বিনামূল্যে  স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো বি এস এফের ২৪ নং ব্যাটালিয়ন। ভারত-বাংলাদেশ সীমান্ত ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
বুধবার সকাল ১১ টা নাগাদ ফিতে কেটে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বি এস এফের কোম্পানি কমান্ডেন্ট প্রবীণ প্রতাপ সিংহ।

এছাড়াও স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন, মহদিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা ঘোষ পঞ্চায়েত সদস্য জগন্নাথ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন মহদিপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে পরীক্ষা করান।
এই বিষয়ে বি এস এফের কোম্পানি কমান্ডেন্ট প্রবীণ প্রতাপ সিংহ জানান, গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের বিনামূল্যে ওষুধ বিলি করা হয়। সীমান্ত এলাকার বেশিরভাগ মানুষ গরিব।তাই তাদের জন্য বি এস এফের ২৪ নং ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এর পাশাপাশি সীমান্তে বিভিন্ন ধরনের গতিবিধির উপর নজর রাখতে সদা তৎপর থাকে বি এস এফের জওয়ানরা।

Leave a Reply