দেবু সিংহ: স্কুল খোলার দাবিতে শনিবার দুপুরে মালদা জেলার ইংরেজবাজার শহরের রথবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা জাতীয় সড়কের উপর বসে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। এই পথ অবরোধের জেরে জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়। ছাত্র পরিষদের দাবি, অবিলম্বে স্কুল-কলেজ খুলে রাজ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ছাত্র-ছাত্রীদের ফের স্কুলে পড়াশোনার সুযোগ করে দিতে হবে।