মলয় দে নদীয়া:- আপনাকে দেখে আমার খুব কষ্ট হয়, অনেক দিন ধরে ভেবেছি কিছু সহযোগিতা করব কিন্তু আমার কাছে দুই হাজার টাকার নোট, ভাঙানি আছে? বাজারের জন্য নিয়ে যাওয়া ২০০ টাকা বের করে দেয় বৃদ্ধা, সামনের দোকান থেকে দুই হাজার টাকার নোট ভাঙ্গিয়ে নিয়ে আসার নাম করে উধাও মোটরসাইকেলে মাঝ বয়সী এক যুবক।
এইরকম ভাবেই দিনে দুপুরে নদীয়ার শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের পেছনে নির্জন গলিতে অভিনব উপায়ে প্রতারিত হলেন এক বৃদ্ধা। বৃদ্ধার নাম লক্ষী খাঁ । এলাকা সূত্রে জানা যায় এই এলাকায় বেশ কিছুদিন আগে, বাড়ির মধ্যে ঢুকে পরিবার প্রধানের বিপদের নাম করে পাঁচশত টাকা নিয়ে গেছে কেউ ।
প্রতিবেশী অমলা প্রামানিক বলেন, সন্ধ্যার পর এই গলিতে বহিরাগত বেশ কিছু ছেলে-মেয়ে অসভ্য আচরণ করতে থাকে, সেই সাথে বিভিন্ন পাড়ার ছেলেরা জড়ো হয়। আর সেই কারণেই হয়তো এই ধরনের নানান অপরাধমূলক ঘটনা ঘটছে।
অপর এক-প্রতিবেশী জয়া প্রামাণিক বলেন, প্রতিবাদের ফলস্বরূপ বেশ কিছু যুবক এসে, দরজায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে, ভাঙচুর চালায় কিছুদিন আগে। লিখিতভাবে না হলেও প্রশাসনকে জানানো আছে ফোনে।
প্রতিবেশী পরেশ ব্যানার্জি বলেন, মহিলা শিশুদের যাওয়ার উপক্রম নেই এই গলি দিয়ে, এবারে সকলে মিলে স্থানীয় কাউন্সিলর এর কাছে এবং শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে হবে।