দেবু সিংহ,১৪ই ডিসেম্বর, মালদা : গত কয়েকদিন ধরে মালদা জেলাতেও জাঁকিয়ে বসেছে শীত। এই অবস্থায় পায়ে গভীর ক্ষত নিয়ে সমস্যায় পড়েছেন এক ভবঘুরে। ক্ষত পা নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে যন্ত্রণায় গড়াগড়ি করলেও কোন সহৃদয় ব্যক্তি পাশে দাঁড়ায়নি তার। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অথচ সেই হাসপাতাল চত্বরে মহিলা ভবঘুরে পড়ে থাকলেও কেউ দেখার নেই।
জানা গিয়েছে, ওই মহিলা ভবঘুরের ক্ষত ডান পায়ে পচন ধরেছে। একদিকে হাড় কাঁপানো শীত অন্যদিকে ক্ষত পায়ের যন্ত্রণা সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে ওই ভবঘুরের জীবন। চোখে জল নিয়ে ওই ভবঘুরের অপেক্ষা যদি কোন সহৃদয় ব্যক্তি তার চিকিৎসার ব্যবস্থা করে দেন।