মলয় দে, নদীয়া:- রাজনৈতিক কর্মসূচিতে অভিনেতা সোহম চক্রবর্তীর শান্তিপুরে। মঙ্গলবার শান্তিপুর শহরের একাধিক জায়গায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল অভিনেতা সোহম চক্রবর্তীকে। তৃণমূল কংগ্রেসের বঙ্গধব্বনি কর্মসূচিতে সোহম চক্রবর্তীর সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল যুব কংগ্রেস সাংগঠনিক সভাপতি ড: প্রসেনজিৎ মন্ডল, জেলা পরিষদ প্রবীণ সদস্য নিমাই বিশ্বাস, শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দু মৈত্র সহ শান্তিপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বদের । কর্মীদের নিয়ে সভা করেন শান্তিপুরের একটি সরকারি স্কুলে।
বিশেষ সূত্রে জানা যায়, বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যের অনুরোধে , প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমের তত্ত্বাবধানে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতেই রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা অভিনেতা সোহম চক্রবর্তীর আগমন। এদিন সম্ভব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মুখ্যমন্ত্রীর আত্মজীবনী আমার কাছে অনুপ্রেরণা! বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যসরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুবিধার কথা একবার স্মরণ করিয়ে দিলেই, আবারো তৃণমূল প্রায় বিরোধীশূন্য হিসেবে পরিণত হবে।