মলয় দে, নদীয়া :-নদীয়া জেলার রানাঘাট দক্ষিণ বিজেপির যুব সভাপতি ভাস্কর ঘোষের জন্মদিন পালন করলেন তার সহ যোদ্ধারা । সোমবার চাকদহ মুকুন্দনগর ইটভাটার মেহনতি মানুষ ও তাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তিনি সময় কাটান । ৩২তম জন্মদিনে ভাস্কর বাবু বলেন “সকালে মা ও বাবার আশীর্বাদ নিয়ে রাজনৈতিক কার্যক্রম তারপর এই ইটভাটায় কর্মরত আমার দাদা, দিদি ও ভাইপো ভাইঝিদের নিয়ে জন্মদিন পালন হলো, সকলে একসঙ্গে দুপুরের খাওয়া সারলাম, কিন্তু মনে রাখবেন এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই, এখানে ব্যাক্তি ভাস্কর”।
