সোশ্যাল বার্তা : সরকারী মাটি সৃষ্টি প্রকল্প ও আত্মা প্রকল্পের যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর বিডিও ও এডিএর তত্বাবধানে স্ট্রবেরী ও অ্যালোভেরা উপকরন বিতরন কর্মসূচি সংগঠিত হলো কেশিয়াড়ীতে। সোমবার ব্লকের কিষাণ মান্ডিতে প্রকল্পের শুভ সূচনা হয়। এদিন বেশ কিছু চাষির হাতে স্ট্রবেরী ও অ্যালোভেরা গাছের চারাও তুলে দেওয়া হয়। ব্লকের চন্দনা ও দুধেবুধে মৌজায় কৃষি খামার বিদ্যালয়ের উদ্বোধন করা হয় এদিন। বেশ কয়েকজনের হাতে স্ট্রবেরী ও অ্যালোভেরা চারা তুলে দেওয়া হয়েছে। লাভজনক চাষের মধ্য দিয়ে চাষীদের স্বনির্ভর করে তুলতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
কেশিয়াড়ী ব্লকে এই প্রথম স্ট্রবেরীর চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই চাষে খুবই লাভ হবে বলে আশাবাদী সকলেই। এদিন দুধেবুধে এলাকায় স্ট্রবেরীর চারা গাছ লাগানো হয়। চাষীদের স্ট্রবেরী চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চাষিদের এই চাষের প্রতি বিশেষভাবে উৎসাহ
জুগিয়েছে নাবার্ড নামক একটি সেচ্ছাসেবী সংস্থা।
উপস্থিত ছিলেন কেশিয়াড়ী ব্লকের সহ কৃষি অধিকর্তা সজল সরকার, আত্মা প্রকল্পের সহ প্রযুক্তি নিবন্ধক সৌমেন পাত্র ও জয়দেব কুইল্যা সহ অনেকেই।