নিউজ ডেস্ক: মারণরোগ ক্যানসার সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে। ক্যানসারে আক্রান্ত হয়ে অনেকেই তার জীবনের সমস্ত সম্পদ শেষ করেও সম্পূর্ণ সেরে উঠতে পারেননি। এই রোগে আক্রান্ত হয়ে ছোট ছোট শিশু হারিয়েছেন তার পিতাকে বা স্ত্রী হারিয়েছেন তার স্বামীকে বা স্বামী হারিয়েছেন তার প্রিয়তমা স্ত্রীকে।
এবার কি দিশা দেখাতে পারবেন বিজ্ঞানীরা ? গত ৭ই জুন এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জানা যায় ,সম্প্রতি ১৮ জন রেকটাল ক্যান্সার রোগীকে ছয় মাস ধরে একই ওষুধ দেওয়া হয়েছিল এবং চিকিৎসার ফলস্বরূপ, প্রতিটি রোগীর দেহ থেকে ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে।
মলদ্বারের ক্যান্সারে আক্রান্ত ১৮ জনের দলকে পরীক্ষামূলক চিকিৎসার পরে দেহ থেকে টিউমার অদৃশ্য হয়ে গেছে।
নিউইয়র্ক টাইমসের মতে, একটি খুব ছোট ক্লিনিকাল ট্রায়ালে, ১৮ জন রোগী প্রায় ছয় মাস ধরে ডস্টারলিম্যাব নামে একটি ওষুধ খেয়েছিলেন এবং শেষ পর্যন্ত, তাদের প্রত্যেকের টিউমারগুলি মিলিয়ে যায়। ।
ডোস্টারলিম্যাব হল ল্যাবরেটরি-উৎপাদিত অণু সহ একটি ওষুধ যা মানবদেহে বিকল্প অ্যান্টিবডি হিসাবে কাজ করে। ১৮ জন মলদ্বারে আক্রান্ত ক্যান্সার রোগীদের একই ওষুধ দেওয়া হয়েছিল ফলে প্রতিটি রোগীর ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল হয়।
শারীরিক পরীক্ষা সহ এন্ডোস্কোপি; পজিট্রন নির্গমন টমোগ্রাফি বা পিইটি স্ক্যান বা এমআরআই স্ক্যান ও করা হয় তাতেও দেখা যায় টিউমার আর নেই।
নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারের ডাঃ লুইস এ. ডিয়াজ জে বলেন, “ক্যান্সারের ইতিহাসে এটিও প্রথমবার যেখানে এমন ঘটনা ঘটেছে”।