শুরু হোলো “কৃষ্ণনগর মেরিনার্স” এর দ্বিতীয় কর্মসূচি “আহারে পুষ্টি”

Social

দীপ রায়,নদীয়া: শুরু হলো নদীয়া জেলার কৃষ্ণনগরে “কৃষ্ণনগর মেরিনার্স” এর দ্বিতীয় কর্মসূচি “আহারে পুষ্টি”।

চিকিৎসকদের মতে আমাদের দেশে করোনা নামক মহামারির তৃতীয় ঢেউ আসতে চলেছে যা বাচ্চাদের উপর বেশি প্রভাব ফেলতে পারে। এমতাবস্থায় বাচ্চাদের দরকার সঠিক পুষ্টি ,অনেক শিশু আছে যারা হয়তো এই পুষ্টি টুকুই পাচ্ছে না। সেই সমস্ত বাচ্চাদের পাশে দাড়ালো “কৃষ্ণনগর মেরিনার্স”।

সংস্থাটির সদস্যরা এই অতিমারির সময়েও অদম্য গতিতে, ইচ্ছাশক্তির ওপর ভর করে পৌঁছে যাচ্ছে সেই সব এলাকায় যেখানে অর্থের অভাবে সেই শিশুরা সঠিক পুষ্টি পাচ্ছে না। কৃষ্ণনগর রেল ব্রিজ সংলগ্ন মাঝের পাড়া বস্তিতে দুঃস্থ প্রায় ৫০ জন এর বেশি শিশুদের দেওয়া হচ্ছে কিছুটা পুষ্টি ডিম, দুধ, বিস্কুট, সাথে মাস্কও দেওয়া হয়। এই নির্দিষ্ট স্থানেই কর্মসূচী চলছে তা চলবে আপাতত ৭ দিন।

এছাড়া কৃষ্ণনগর মেরিনার্স এর সদস্যদের মাধ্যমেও কুপন বিলি করে প্রয়োজনীয় পুষ্টি দুঃস্থ বাচ্চাদের প্রদান করা হচ্ছে, আগামী দিন থেকে এটা বেড়ে ৯০ জন করে বাচ্চাদের এই পরিষেবা দেওয়া হবে।করোনা অতিমারির কথা মাথায় রেখেই সাধারণ মানুষের স্বাস্থ্যর কথা মাথায় রেখে এরপর মাস্ক ব্যাংক এর কর্মসূচী নিয়ে আসছেন তারা। গতবছর থেকেই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েই নিরলস পরিশ্রম করছেন এই মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা স্যান্ডি, শিবম,বাবু, শুভজিৎ,শোভন সহ আরো সক্রিয় কর্মীরা কাধেঁ কাঁধ মিলিয়ে এই কাজ করে চলেছেন।

সংস্থাটির পক্ষে কৌশিক সরকার জানান “সারা বছর ধরেই আমরা বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকে। তবে শিশুদের শারীরিক দিক মাথায় রেখেই সংস্থার সদস্যরা এই উদ্যোগ গ্রহণ করেছে”।

Leave a Reply