মলয় দে নদীয়া;-লকডাউন এর ফলে গৃহবন্দী সাধারণ মানুষের খাদ্য সরবরাহ সচল রাখার জন্য সরকারিভাবে নির্দেশ এসেছিলো, বিনামূল্যে সারা মাসের খাদ্য সামগ্রী একসাথে দেওয়ার জন্য। নির্দেশ কতটুকু মানা হলো, তা খতিয়ে দেখার জন্যই শান্তিপুর ব্লক পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মদক্ষ রমা সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, ফুড ইন্সপেক্টর সজল কুমার শিকদার আজ ব্লকের অধীনস্থ 38 টি রেশন দোকানের মধ্যে ছটি রেশনের দোকান ঘুরে দেখেন।
বাথানগাছি সুনীলকুমার ঘোষ, বড় জিয়াকুর নিতাই সরকার, লক্ষ্মীনাথ পুর প্রদীপ প্রামানিক, কাজীবাড়ি কাবেরী যায়, বাবলা শিবেন মন্ডল, গোবিন্দপুর রেলগেট ব্রজলাল চৌধুরী এরকমই ছটি রেশন দোকানে,আজ পরিদর্শন করা হলেও গতকাল নটি দোকানে ঘুরে এসেছিলেন পরিদর্শকদের এই টিম। আগামী ৫ই এপ্রিল রবিবার যাওয়া হবে বাকি ডিলারদের কাছে এমনটাই জানা গেল পঞ্চায়েত সূত্রে।
এ এ ওয়াই, এস পি এইচ এইচ, পি এইচ এইচ ,আর কে এস ওয়াই ওয়ান এই চার রকমের উপভোক্তাগন সম্পূর্ণ বিনামূল্যে এক মাসের রেশন একেবারে পাবেন। বাকি আর কে এস ওয়াই 2 শ্রেণীর উপভোক্তাগণ 13 টাকা কেজি চাল এবং ৯ টাকা কেজি দরে গম পাবেন।
কিন্তু বেশ কয়েকটি জায়গায়, বোঝা এবং বোঝানোর মধ্যে কিছু পার্থক্য থাকায় সাধারণের সঙ্গে ডিলারদের মতবিরোধ বাড়ছিল ক্রমাগত। আজকেরই পরিদর্শক টিম জনসাধারণের উদ্দেশে সবটাই পরিষ্কার করে বোঝাতে সক্ষম হয়েছে বলেই দাবি করেন ফুড ইন্সপেক্টর।