মলয় দে নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুরের রাস উৎসবের আর এক অন্যতম নাম শান্তিপুর শ্যামবাজার রাস উৎসব কমিটি। এবছরে করোনা আবহের কারণে সরকার ও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী খোলা প্যান্ডেল করলেও পুজো মণ্ডপের মূল আকর্ষণ চিত্রপট। 85 বছরের সত্যনারায়ণের আরাধনায় তারা পুজো করে আসছেন, এ বিষয়ে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপুরের রাস উৎসব কে কেন্দ্র করে সরকার ও হাইকোর্টের একাধিক নির্দেশিকা রয়েছে। তাই সেই কথা মাথায় রেখেই খোলা প্যান্ডেল এর মাধ্যমে এবছরের পুজো মণ্ডপে থিম করা হয়েছে চিত্রপট, এছাড়াও মন্ডপ চত্বরে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে দুটি স্যানিটাইজার ট্যানেল বসানো হয়েছে। যার মাধ্যমে দর্শনার্থীদের পুজো মণ্ডপ চত্বরে প্রবেশ করার আগেই জীবাণুমুক্ত হতে পারবেন তারা। এছাড়াও অন্যান্য বছর প্রচুর মেলা বসে পুজো মণ্ডপের সামনে রাস্তার দু’ধারে। এবছর শান্তিপুর পুলিশ প্রশাসনের নির্দেশ অনুযায়ী তা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।