মলয় দে, নদীয়া :- গতকাল শান্তিপুর থানার মোড় রাস উৎসব পুজো কমিটির পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনার উদ্বোধনে নদীয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ড। এবছর করোনা আবহের কারনে সরকার ও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শান্তিপুরের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তিপুরের সমস্ত পূজো বারোয়ারী কমিটি গুলিকে নির্দেশ দেয়া হয়েছিল খোলা প্যান্ডেলের। এছাড়াও পুজো মণ্ডপ চত্বরে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছিল রানাঘাট জেলা পুলিশের এসডিপিও প্রবীর মন্ডল।
সেই মতই শান্তিপুর থানার মোড় রাস উৎসব পুজো কমিটিকেও পুজো মণ্ডপ চত্বরে একাধিক বিধি-নিষেধ মানতে দেখা গেছে। বাসের ব্যারিকেড দিয়ে মন্ডপ চত্বর কনটেইনমেন্ট জোন করা হয়েছে। নির্দেশ অনুযায়ী খোলা প্যান্ডেল এর মধ্য দিয়ে এ বছরের থিম করা হয়েছে একটুকরো শান্তিপুর। এই থিমের বিশেষ আকর্ষণ হলো, গোটা শান্তিপুর কে এই পুজো মণ্ডপে ঢুকলেই নজরে আসবে দর্শনার্থীদের। এছাড়াও করণা যোদ্ধা যেমন ডাক্তার নার্স দমকল বাহিনী। এই সমস্ত মডেলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে গোটা পূজামণ্ডপ চত্বর।