রাসযাত্রা উপলক্ষে প্রান্তিকদের কম্বল বিতরণ বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যের

Social

মলয় দে নদীয়া ;- ধর্মপ্রাণ বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, গোঁড়া ব্রাহ্মণ হলেও, অন্য ধর্ম সম্পর্কেও সমান সচেতন তিনি। ঈদ, দুর্গাপুজো, রাস সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে সকলকে খুশির আওতায় আনার জন্য প্রান্তিক বেশকিছু মানুষদের বিভিন্ন উপহার সামগ্রীর সাথে বিতরণ করে থাকেন নতুন বস্ত্র।

অল্প কিছুদিনের মধ্যে জাঁকিয়ে বসেছে শীত। লকডাউনে দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়েছিলেন দারিদ্র সীমার নিচে বসবাসকারী কিছু মানুষ। তাদেরকেই উৎসবের উষ্ণতায় আনার প্রয়াসে শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস ভবন থেকে ৫০০ কম্বল প্রদান করা হয়। বিধায়ক বলেন সারাবছর হাড়ভাঙা পরিশ্রম তার উপর বর্তমান কোভিদ পরিস্থিতিতে কর্মবিরতির দুশ্চিন্তার কালোমেঘ গ্রাস করেছে আমাদের! কিন্তু সারা বছরের কর্মউদ্যম কে অনুপ্রেরণা যোগাতে উৎসবের এই কটা দিন একটু খুশিতে থাকা দরকার, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র।

Leave a Reply