রাস উপলক্ষ্যে শান্তিপুরের গোস্বামী বাড়ির রাধাকৃষ্ণের গহনা পরানো হলো

Social

মলয় দে, নদীয়া :- অগ্রাহনের শুক্লা চতুর্দশীতে এই শুভক্ষন থেকেই শুরু হয় রাস পূর্ণিমা। যদিও বিভিন্ন বিগ্রহ বাড়ি গুলি পুজো হবে  । তবে পাগলা গোস্বামী বাড়ি গতকাল রবিবার পূর্ণিমায় শুরু করেছেন তাদের পুজো,আজ মাঝের রাস, এবং মঙ্গলবার ভাঙ্গা রাস। এরপরে এক দিন বাদে তারা শোভাযাত্রায় গমন করেন সকল বিগ্রহ বাড়ির সাথে। এবছর করোনা পরিস্থিতির জন্য, মঙ্গলবারই তারা শুধুমাত্র পরিবারের কয়েকজন পারস্পরিক দূরত্ব বজায় রেখে ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বিগ্রহ নগর ভ্রমণের উদ্দেশ্যে বের হবেন। অন্য বছর রাই রাজা, ঢাকির দল, বেলোয়ারী ঝাড় বাতি, সিংহাসন সহ বিগ্রহর অপরূপ শোভা যাত্রা থেকে এবছর বিরত থাকবেন তারা।

এই উদ্দেশ্যেই অঙ্গরাগের পর গতকাল সকাল থেকেই সুসজ্জিত করা হলো রাধা কৃষ্ণের বিগ্রহ। সম্পূর্ণ উপোস থেকে, তবেই এ কাজে অংশগ্রহণ করতে পারেন বাড়ির পুরুষ সদস্য। বহুমূল্যবান গহনা পরিহিত করানোর কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। স্বর্ণ ও রৌপ্য মূল্যবান পাথরের খচিত অপরূপ এই দৃশ্য দেখার সৌভাগ্য সকলের হয় না! গোস্বামী বাড়ির সদস্য রিকিরুদ্র গোস্বামী জানান, ভক্তবৃন্দ দের জন্যই মূলত এ বছরে এ দৃশ্য সংবাদমাধ্যমের মধ্য দিয়ে সামনে নিয়ে আসা হলো। কারণ হিসেবে তিনি বলেন গতবছরের অনেক কিছুই বন্ধ থাকছে এ বছর, তাই ভক্তবৃন্দ দের মনে ভাবাবেগে কোনরকম আঘাত যাতে না পড়ে তাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সিদ্ধান্ত নিয়েছি পরিবার গতভাবে।

Leave a Reply