কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিক কারখানায় দুর্ঘটনায় হতাহতদের পাশে সুজাপুর ওল্ড প্লাস্টিক ব্যবসায়ী সমিতি

Social

দেবু সিংহ, মালদা: মালদা জেলার কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিক কারখানায় দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়ালো সুজাপুর ওল্ড প্লাস্টিক ব্যবসায়ী সমিতি । সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে এদিন তুলে দেওয়া হয়। ভবিষ্যতে ওই পরিবার গুলির পাশে থাকার বার্তা দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা ।

গত সপ্তাহে বৃহস্পতিবার সুজাপুরের একটি প্লাস্টিক কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে ভয়াবহ সেই দুর্ঘটনায় মারা যান ৬জন এবং আহত হন ৭জন শ্রমিক।এর আগে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রশাসনের একাধিক কর্তা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান । রাজ্য সরকারের পক্ষ থেকে দু’লক্ষ টাকা করে দেওয়া হয় । সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা । এরপরে এদিন এক দফা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় মৃত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে । সুজাপুর ওল্ড প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সম্পাদক মফিজুল সেখ বলেন ওই কারখানায় মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমরা সকলেই মর্মাহত যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে সবরকম সহযোগিতা করবে আমাদের সংগঠন।

Leave a Reply