নদীয়ার করিমপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু মোটর বাইক আরোহী গৃহবধুর

Social

মলয় দে নদীয়া:- গতকাল রাতে নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত জোঙড়া দহ মন্দিরের কাছাকাছি ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। স্থানীয় সূত্রের খবর কৃষ্ণনগর মুখি দ্রুত গতি সম্পন্ন এক ডাম্পার মোটরসাইকেল আরোহীকে চালককে ধাক্কা মারে। দুজন আরোহী ছিলেন ওই মোটরসাইকেলে। একজনের হাতে চোট লাগে। অন্যদিকে অপর জন মহিলা ডাম্পারের ধাক্কায় ছিটকে চাকার তলে পড়ে। গাড়ির নিচে পড়ে তার শরীর থেঁতলে যায়। ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় করিমপুর থানার পুলিশ। জনতার চরম উত্তেজনা সেখানে দেখা যায়। এরপর ওই মহিলাকে করিমপুর রুরাল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত ওই মহিলার নাম কুলছন বিবি মন্ডল, বয়স আনুমানিক ৩২ বছর। স্বামী ইসমাইল মন্ডল। বাড়ি করিমপুর থানার মধ্য গোপালপুর গ্রাম। মৃতদেহটিকে করিমপুর থানার পুলিশ জেলা সদর হাসপাতাল শক্তিনগরে পাঠানোর ব্যবস্থা করছে ময়না তদন্তের জন্য। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply