মলয় দে নদীয়া:- দামোদর মাস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে অনুষ্ঠিত হলো দীপ দান উৎসব। দীপ দান আলোর উৎসব, আনন্দের উৎসব, অন্ধকার দূরীভূত করার উৎসব, ঐক্যের উৎসব, মহামিলনের উৎসব। অসংখ্য ভীড় দেশী-বিদেশী ভক্তদের। এদিন সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা দীর্ঘ এক ঘন্টা ধরে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হলো দীপ দান। বিগত বছরের ন্যায় এ বছরও নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে দামোদর মাস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। এদিন সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠান প্রভুপাদের ৪৪ তম তিরোভাব তিথি পালন করা হলো। জানা গিয়েছে, এই দীপ দান অনুষ্ঠান চলবে ১৯ শে নভেম্বর পর্যন্ত। তবে কোভিড বিধিকে মান্যতা দিয়েই চলছে দীপ দান উৎসব। কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এদিন প্রায় কয়েক হাজার দেশি-বিদেশি ভক্তদের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হলো নদিয়ার মায়াপুর ইসকনে দীপ দান উৎসব।