পরিবেশের বার্তা নিয়ে, সাত দিন সাইকেল চালিয়ে, অবশেষে টাইগার হিল জয় নদীয়ার তিন যুবকের

Social

নিউজ সোশ্যাল বার্তা,৬ নভেম্বর ২০১৯,মলয় দে নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নং অঞ্চলের কালিপুর গ্রামের হরিহর আত্মা তিন বন্ধু দূর্গাপূজার জামা কাপড় ও হাত খরচের অর্থ বাঁচিয়ে কিনেছিল তিনটি একই রকম সাইকেল। ইচ্ছে ছিল পরিবেশের বার্তা নিয়ে পৌঁছাবে দার্জিলিংয়ের টাইগারহিলে।

পরিবারের গুরুজনদের অন্ধ ভালোবাসার বকাবকি, প্রশাসনের আইনি জটিলতা, অভিজ্ঞদের সমস্যাসঙ্কুল অভিজ্ঞতার বর্ণনার জটিলতা কাটিয়ে গত ২৮ শে অক্টোবর সোমবার বেরিয়ে পড়ে তিন বন্ধু।প্রথম দিন ফুলিয়া থেকে বহরমপুর দ্বিতীয় দিন বহরমপুর থেকে মালদা তৃতীয় দিন মালদা থেকে রায়গঞ্জ চতুর্থ দিন রায়গঞ্জ থেকে ইসলামপুর পঞ্চম দিন ইসলামপুর থেকে শিলিগুড়ি ষষ্ঠ দিন শিলিগুড়ি থেকে কার্শিয়াং অবশেষে বহু প্রতক্ষিত স্বপ্নের স্বর্গ টাইগার হিল। ঘড়ির কাটায় তখন দুপুর একটা কুড়ি মিনিট, দুদিনের স্নান না করা, একদিনের উপোষ, মাঝে মাঝে খারা রাস্তায় না উঠতে পারারযন্ত্রণা সবকিছু ছাপিয়ে চোখেমুখে অবিশ্বাস্য জয়ের আনন্দ।

প্রত্যক্ষভাবে পথের মাঝে ভারত সেবাশ্রম ইসলামপুরের এ বি ভি বি বি এ, রায়গঞ্জের ধুমকেতুর সহযোগিতা। শান্তিপুর সাইন্স ক্লাব, নদীয়া যুব বার্তা, সেতু সহ কিছু মানুষের খোঁজখবর নেওয়া এবং নিয়মিত পরামর্শদান এই জয় সুনিশ্চিত করেছিল। পরিবেশ সচেতনতার জন্য সাধারণ মানুষের মধ্যে  প্লাস্টিক বর্জনের আহ্বান ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ।

 

Facebook:News Social Barta 24×7