থ্যালাসেমিয়ার বাহক ও রক্তের গ্রুপ নির্ণয় শিবির আয়োজনে জাতীয় সেবা প্রকল্প “

Social

নিউজ সোশ্যাল বার্তা,৬ নভেম্বর ২০১৯: রঞ্জন মাল পাহাড়িয়া বয়স ১২ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বাড়ি ধুবুলিয়া থানার তাতলা গ্রামে । আদিবাসী পরিবারের একমাত্র সন্তান । রক্ত পরীক্ষার পর জানা যায় সে থালাসেমিয়া রোগে আক্রান্ত । বিদ্যালয়ের আর কোনো ছাত্র-ছাত্রীদের যেন এমন না হয় তার জন্য এগিয়ে এসেছে জাতীয় সেবা প্রকল্প ।

নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট নদীয়া,পশ্চিমবঙ্গ সরকার ও লায়ন্স ক্লাব ধুবুলিয়ার সহযোগিতায় গতকাল ৫ই নভেম্বর ছাত্র-ছাত্রীদের থ্যালাসেমিয়ার বাহক ও রক্তের গ্রুপ নির্ণয় শিবির অনুষ্ঠিত হলো। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের দত্তকগ্রাম ধুবুলিয়া বিবেকানন্দ পল্লীর কিছু বাসিন্দা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয় ।

এই শিবিরে ছাত্র-ছাত্রীসহ মোট ১৫৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় করার জন্য এবং ৮১ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী লোকনাথ সমাদ্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় নুর মোহাম্মদ খান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মীবৃন্দ ।

থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এর পক্ষে থ্যালাসেমিয়া কাউন্সিলর মাননীয় শ্রী অমিত অধিকারীর আলোচনা ছাত্র-ছাত্রীরা সমৃদ্ধ করে । বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী লোকনাথ সমাদ্দার বলেন ” ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এলাকার মানুষের মধ্যেও স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে হবে আর তার জন্যই আমাদের এই প্রয়াস । পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ও লায়ন্স ক্লাবের কাছে আমরা কৃতজ্ঞ” ।