সবুজের ডাক ষষ্ঠীতলা বরোয়ারীর জগদ্ধাত্রী পুজোর এক অনন্য আয়োজন

Social

নিউজ সোশ্যাল বার্তা, ৫ই নভেম্বর ২০১৯: নদীয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস । এখানে বিভিন্ন পূজা কমিটি গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে সামাজের বিভিন্ন দিক গুলি । মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনার ডাক দিয়েছে ষষ্ঠীতলা বারোয়ারী ।

এবারে পরিবেশ নিয়ে চারিদিকে যেভাবে মানুষের মধ্যে সচেতনার আলোড়ন দেখা দিয়েছে তা নিয়েই চিন্তাভাবনা করে তাদের এই মন্ডপসজ্জা । প্রতিমার সাথে সামজ্ঞস্য রেখে পৃথিবীর উষ্ণায়নকে তুলে পুজোর এবারের অভিনব উদ্যোগ।

গাছ লাগান প্রান বাঁচান,প্লাষ্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, তাই প্লাষ্টিক বর্জন করুন। এছাড়া প্লাষ্টিকের ব্যবহৃত বোতল কে কাজে লাগিয়ে কিভাবে নতুন চারাগাছ লাগানো যায় তার নান্দনিকতা সকল কে মুগ্ধ করবে। মন্ডপে এই অভিনব উদ্যোগ শহরের মানুষের নজর কেড়েছে। তাদের বিশ্বাস তাদের এই মণ্ডপসজ্জা সাধারণ মানুষের উপরে পরিবেশ সম্পর্কে একটু হলেও প্রভাব পড়বে আর এটাই তাদের সার্থকতা ।