অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: ড: বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের রচয়িতা। তাঁর পরিচয় এক নিঃশ্বাসে বলা সম্ভব নয়। তিনি বলেছিলেন “আমরা ভারতীয়, এটাই প্রথম এবং শেষ কথা।” এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারির ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে নুদিপুর জোড়াসাঁকো মোরে ডঃ বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে করোনা সচেতনতায় পথচলতি মানুষদের মাস্ক ও চলতি অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়।
ডঃ বি আর আম্বেদকর এর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জীর সহ অন্যান্য সদস্য ও বিশিষ্ঠজনেরা । করোনা পরিস্থিতিতে যেভাবে অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করেছে তার জন্য গাছকে ধ্বংস না করে সকলকে গাছে লাগানোর বার্তা দেন এবং করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকলকে সচেতন করতে মাস্ক ব্যবহার করার আবেদন করেন, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তাও দেন নিত্যানন্দ বাবু।
ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির এদিনের এই মহৎ ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে।