‍ক্রমশ গুরুত্ব হারাচ্ছে বাংলার ধর্মীয় লোকাচার ! শস্য-শ্যামলা বসুন্ধরার কামনায় পালিত হলো ইতু পুজো

Social

মলয় দে নদীয়া :

“ ইঁয়তি ইঁয়তি নারায়ণ,
তুমি ইঁয়তি ব্রাহ্মণ।
তোমার শিরে ঢালি জল,
অন্তিম কালে দিও ফল।”

ইতু পূজা বাংলার একটি লোকউৎসব। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইহলোকে শস্যবৃদ্ধি কামনায় এবং পরলোকে মোক্ষ লাভের ইচ্ছায় ইতু বা ইঁয়তি পূজা করা হয়। কার্তিক সংক্রান্তিতে ইতু পূজার শুরু এবং অগ্রহায়ণ মাসের শেষে এই পূজার সমাপ্তি ঘটে।

একটি সুন্দর মাটির খোলাতে মাটি ভরে তার মধ্যে মান, কচু, কলমীলতা, হলুদ, আখ, শুষনি, সোনা ও রুপোর টোপর, জামাই-নাড়ু, শিবের জটা, কাজললতা রেখে ফুলের মালা, ধূপ-দ্বীপ-সিঁদুর প্রভৃতি পুজোর উপকরণ ও ফল-মিষ্টান্ন ও নবান্ন সহযোগে ইতু পূজা করা হয়।

বাংলার ঘরে ঘরে বিশেষত স্থানীয় বাসিন্দাদের এক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুজো ক্রমশ গুরুত্ব হারাচ্ছে বর্তমান প্রজন্মের গৃহবধূদের কাছে। তবুও গতকাল নদীয়ার শান্তিপুর ও রানাঘাট কৃষ্ণনগরে অনুষ্ঠিত হলো ইতু পুজো ।

Leave a Reply