মহিষাদল রাজ কলেজের নবনির্মিত রবীন্দ্রভবন ও বিদ্যাসাগর হলঘরের শুভ উদ্বোধন

Social

সোশ্যাল বার্তা :শিক্ষা ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। শিক্ষার আরো পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে মহিষাদল রাজ কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি ভার্চুয়ালভাবে কলেজের রবীন্দ্র ভবন ও বিদ্যাসাগর হলঘরের শুভ উদ্বোধন করেন। কলেজে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিভূ গোয়েল সহ, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত কুমার দে, মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ অসীম কুমার বেরা, মহিষাদল রাজ কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতি সভাপতি শিউলী দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাজ্য সরকারের অর্থানুকূল্যে ৬ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন ঘটে। কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন। মহিষাদল রাজকলেজে প্রতীকী প্রদীপ প্রজ্জ্বলিত করেন উপস্থিত অতিথিরা। নতুন ভবন উদ্বোধন হওয়া ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সুবিধে হলো।

Leave a Reply