আধারের আঁধার! পরিচয় পত্রের তাগিদে কাকভোর থেকে সন্ধ্যা ভিড়ের লাইনে

Social

মলয় দে, নদীয়া:- জন্মসূত্রে ভারতীয় হলেও তা সরকারিভাবে লিপিবদ্ধ করাতে এবং পরিচয় পত্র পেতে বিভিন্ন সরকারি বিধি ব্যবস্থা থাকলেও প্রয়োজনে তুলনায় তা অত্যন্ত কম বলেই জানা গেছে সাধারণত মানুষের থেকে। সোশ্যাল মিডিয়া সহ, পরিচয় পত্র পাওয়ার লাইনে উঠে আসে এইরকমই নানান ক্ষোভ-বিক্ষোভের কথা। আবার যদিও বা পরিচয় পত্র মেলে তা নাম পদবী পিতার নাম ঠিকানা কোন না কোন ক্ষেত্রে ভুল থেকেই যায় বেশিরভাগ ক্ষেত্রেই, যার দায় কর্তৃপক্ষের থাকলেও দায়িত্ব বর্তায় সেই পড়াশোনা জানা বা কম জানা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই। সরকারি পরিষেবার এই অধিকার ভুলে, নিজেদের কর্মদিবস নষ্ট করে নতুন আধার কার্ড তৈরি বা সংশোধন করতে শান্তিপুর কাশ্যপপাড়া পোস্ট অফিসে গত দুদিন থেকেই রাতের অন্ধকার থেকে লাইন শুরু হয়ে, সন্ধ্যে পর্যন্ত বেলা গড়াচ্ছে তারই প্রতীক্ষায়।তবে নাম সংশোধনের কাজ এখন হচ্ছে না শুধুমাত্র, নাম ফোন নাম্বার লিপিবদ্ধ করা হচ্ছে এই মুহূর্তে পরবর্তীতে তাদের ডেকে প্রয়োজনীয় কাজকর্ম হবে বলেই জানা যায় কর্তৃপক্ষ সূত্রে।

Leave a Reply