সোশ্যাল বার্তা :নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের বর্ধিষ্ণু গ্রাম বেলপুকুর শ্যামা পুজোর জন্য বিখ্যাত। রাজা কৃষ্ণচন্দ্রের প্রোপিতামহ রুদ্র রায় এখানে শ্যামা পুজোর নির্দেশ দেন। ক্লাব, বারোয়ারি মিলিয়ে গ্রামে প্রায় ৩০০টি পুজো হয়। তবে করোনা আবহে এবছরের কয়েকটি পুজো কম হচ্ছে । প্রতিনার উচ্চতা কিছু কিছু ক্ষেত্রে কম হচ্ছে।
এলাকার বিশিষ্ঠ মৃৎশিল্পী সোমনাথ পাল শেষবেলার কাজে লিপ্ত থাকলেন, করলেন মায়ের চক্ষুদান। তিনি জানালেন অন্যবারের তুলনায় এবারে প্রতিমার উচ্চতা একটু কম হচ্ছে। ৪০টি প্রতিমা করেছেন। গতবারের তুলনায় কয়েকটি কম। তবে লকডাউনের কারনে অনেকের হাতে তেমন অর্থ নেই তাই অনেকেই দাম একটু কম নিতে বলছেন।