সোশ্যাল বার্তা : সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের জেরে বতর্মানে অধিকাংশ ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য। সারাবছর যাদের নিয়মিত রক্ত লাগে বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী তারাও পড়েছে মহা ফাঁপড়ে।
এই সমস্ত মুমূর্ষু রোগীদের সহযোগিতায় এগিয়ে এলো নদীয়া জেলার নবদ্বীপের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ‘পৃথিবী ফাউন্ডেশন’।
সংস্থাটির একবছর পূর্তি উপলক্ষ্যে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কে তাদের সদস্যরা বুধবার রক্তদান শিবিরে আয়োজন করেন । পৃথিবী ফাউন্ডেশন আয়োজিত এই রক্তদান শিবিরে ২২জন রক্তদাতা রক্ত দান করেন ।
পাশাপাশি এই কর্মকান্ডে সঙ্গ দিতে এগিয়ে এসেছেন নবদ্বীপ ষ্টেট জেনারেল হাসপাতালের নার্সিং ষ্টাফ রেশমী মন্ডল সহ অন্যান্যরা। ব্লাড ব্যাঙ্কের পক্ষে তরুন মাঝি জানান, বিগত দিনের মতন রক্তের এই সংকটময় পরিস্থিতিতে পৃথিবী ফাউন্ডেশন এগিয়ে এসেছে। তাদের অভিনন্দন জানাই ।
কোভিড ১৯ শুরুর সময় থেকে বিভিন্ন মানুষের সেবা কাজে নিয়োজিত রয়েছে এই পৃথিবী ফাউন্ডেশন ।
সংগঠনের সম্পাদিকা দিব্যশ্রী মল্লিক বলেন “ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে তাদের এই কর্মসূচি,সাধারণ মানুষের সেবায় নিয়োজিত অামাদের এই সংগঠন”।
উপস্থিত ছিলেন অজয় দাস, প্রশান্ত সাহা, নির্মল কুমার পাল, দেবকি পান্ডে সহ সংগঠনের সদস্যবৃন্দ। সংস্থাটির সেবামূলক এই কাজে খুশী থ্যালাসেমিয়া আক্রান্তের পরিবারে একজন সদস্য । তিনি বলেন সবাই যদি এভাবে এগিয়ে আসত, তাহলে কচি-কচি বাচ্চাদের জন্য রক্তের জোগান পেতে সুবিধে হতো ।