মলয় দে নদীয়া : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের কালেকটারি ইউনিটের উদ্যোগে মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগর জেলাশাসকের ভবনে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির,লক্ষ্য মাত্রা রাখা হয় ১৩০ জন। করোনা বিপর্যয়ের প্রভাবে সার্বিকভাবে জেলার অভ্যন্তরে রক্ত সংকট মেটাতেই নদীয়ার জেলাশাসক পার্থ ঘোষের নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই দিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলেও এই দিন জানান ফেডারেশন এর সদস্যরা। রক্ত দানের পাশাপাশি এই দিন করোনায় মৃত ব্যক্তিদের যারা সৎকার করেন এমন ৩জন ডোমসহ ৪জন করোনা যোদ্ধাকে ও সংবর্ধনা দেওয়া হয় । ফেডারেশনের কালেকটারি ইউনিটের সভাপতি সাধন ঘোষ জানান মুমূর্ষ ব্যক্তিদের জীবন বাঁচাতে জেলার বিভিন্ন প্রান্তের ফেডারেশনের কর্মচারীরা একযোগে সামিল হয়েছেন ,সাধারণ মানুষের পাশে আছে ফেডারেশনের সদস্যবৃন্দ ।