ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাস্ক বিতরণ ও রক্তদান শিবির

Social

দেবু সিংহ ,মালদা: মালদা সেবা নিকেতন ভবন অতুল মার্কেটে অনুষ্ঠিত হলো ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ এর প্রতিষ্ঠা দিবস। শুরুতে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এই প্রতিষ্ঠা দিবসের প্রাসঙ্গিকতা সম্পর্কে বক্তব্য রাখেন জেলা সম্পাদক নিরঞ্জন প্রামানিক।

তিনি বলেন ১৯৫০ সালের ৭ই নভেম্বর ভারত সরকার ভারতে স্কাউট শিক্ষাক্রম বিদ্যালয় স্তরে অনুষ্ঠিত করার জন্য স্বীকৃতি প্রদান করে। এছাড়া করোনা সচেতনতামূলক কর্মসূচি হয় এবং মাস্ক বিতরণ করা হয়। উল্লেখ্য, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা অ্যাসোসিয়েশন ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে ৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, অন্যতম কর্মকর্তা অমল রজক, দিবাকর মন্ডল প্রমূখ ।

Leave a Reply