অমানবিক কাজ! শীতের রাতে কুকুরকে মেরে আধমরা, এগিয়ে এল স্বেচ্ছাসেবীরা

Social

দেবু সিংহ,মালদাঃ-স্বামী বিবেকানন্দ বলেছিলেন,জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাঁর এই বানী আজকের যুগে এসে কতজন পালন করছেন! প্রায় সময়েই দেখা যায়  অকারণে পশুদের উপর পাশবিক অত্যাচার করা হচ্ছে। রাস্তার কুকুর হোক কিংবা অন্যপ্রাণী, অনেক সময়ই বিনা কারণে তাঁদের হত্যা করা হয়েছে। কথায় আছে সবদিক থেকে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হলেও প্রাণ হারানো বা মৃত্যু যন্ত্রণার দিক থেকে পশু আর মানুষ একই।

এমনি এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের বাসিন্দারা। শনিবার সকালে বুলবুলচন্ডী অঞ্চলের ডুবাপাড়া মাঠের শস্য খেতের পাশে এক কুকুরকে নৃশংসভাবে মেরে সেই কুকুরটি আধমরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এই শীতের রাতে প্রাত-ভ্রমনে বেরিয়ে কয়েজন ব্যাক্তি দেখতে পায়। তাদের অভিযোগ এই ভাবে শীতের রাতে কেউ কুকুরটিকে আধমরা করে এই ফাঁকা মাঠের মধ্যে ফেলে গিয়েছে । কুকুরটি চলাফেরা করতে পারছে না যে ভাবে মারা হয়েছে তা বলার ভাষা নেই।

এই খবর পেয়ে ছুটে আসে নব প্রচেষ্টা নামে এক সেচ্ছাসেবী সংগঠনের সদস্য প্রতীক ঘোষ সহ অন্যান্যরা। কুকুরটিকে নিয়ে গিয়ে পশু চিকিৎসক ডেকে চিকিৎসা ও কুকুরটির থাকার জায়গায় ব্যবস্থা করা হয়। তিনি বলেন “যেভাবে কুকুরটিকে মারা হয়েছে এই ভাবে একটা কুকুরকে মারে? এটা একটা পশু তাই এভাবে ফেলে গিয়েছে। মানুষকে মারলে যেমন ব্যথা পায়, তেমন পশুরাও কষ্ট পায় “। যেভাবে কুকুরটিকে মারা হয়েছে তা দেখে ক্ষোভ প্রকাশ করে প্রতীক ঘোষ আরও বলেন  “এই বিষয়ে দোষীদের শাস্তির জন্য  প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাব”।

Leave a Reply