বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল, বস্ত্র বিতরণ ও এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ

Social

দেবু সিংহ,মালদা: আইহো শান্তি সমিতির পরিচালনায় ৩৭ তম বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে বুধবার সকালে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল বিতরণ ও আইহো ফুটবল ময়দানে বস্ত্র বিতরণ, এলাকার মেধাবী ছাত্র ও ছাত্রীদের পুস্তক বিতরণ ,পাশাপাশি বুধবার রাতে আইহো ফুটবল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পীদের দাড়া বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের রোগীদের ফল বিতরণ এ উপস্থিত ছিলেন শান্তি সমিতি কমিটির সভাপতি অর্জুন ঘোষ ,সম্পাদক প্রতাপ চন্দ, আইহো শান্তি সমিতি কমিটির সকল সদস্যবৃন্দ এবং বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের BMOH পুনিতা সাহা, হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার।

Leave a Reply