কৃষ্ণনগর শহরের নেদেরপাড়া থেকে ভাম বিড়াল উদ্ধার করলো বনদপ্তর

Social

সোশ্যাল বার্তা :  নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের নেদেরপাড়া থেকে গতকাল ভাম বিড়াল উদ্ধার করল কৃষ্ণনগর রেঞ্জের বন দফতরের কর্মীরা ।

বাড়ির সদস্য জ্যোতিস্মান ভট্টাচার্য জানান বাড়ির তিনতলার ঘরে অসুস্থ অবস্থায় দেখতে পান ভাম বিড়ালটি । এলাকার একজনের কাছ থেকে ফোন নং নিয়ে জানান কৃষ্ণনগর ফরেস্ট রেঞ্জ অফিস । গতকাল বেলা ১২টা নাগাদ ভাম বিড়ালটি উদ্ধার করে কৃষ্ণনগর রেঞ্জের বন দফতরের কর্মীরা ।

এলাকার অধিবাসীরা জানান মাঝে মাঝে এই এলাকায় ভাম বিড়াল দেখতে পাওয়া যায়। আগেও এই এলাকা থেকে ভাম বিড়াল উদ্ধার করেছে বনদপ্তর এর পরিমান ।

Leave a Reply