ট্রেনে যেতে যেতে ভাবনা ! সেই থেকে চলে আসছে কৃষ্ণনগর ধোপাপাড়া মহিলাবৃন্দে’র দুর্গাপুজো

Social

সোশ্যাল বার্তা: ট্রেনে যেতে যেতে দেখেছিলেন মহিলারা পাল বাড়ি থেকে দুর্গা প্রতিমা নিয়ে যাচ্ছেন মণ্ডপের দিকে। মনে মনে ভেবেছিলেন নিজের পাড়াতেও যদি মহিলাদের নিয়ে দল বেঁধে দুর্গা পূজো করা যায়।

বাড়ি ফিরেই এলাকার মহিলাদের সঙ্গে আলোচনায় বসে ঠিক হয় পাড়ার মহিলারা মিলেই দুর্গাপূজো করতে হবে।

জানা যায় নদীয়া জেলার কৃষ্ণনগর ধোপাপাড়া মহিলাবৃন্দ ২০১৫ সাল থেকে শুরু করলেন তাদের দুর্গাপুজো। সেই থেকে চলে আসছে এই দুর্গাপুজো।

দুর্গাপূজোয় মহিলারাই একত্রিত হয়ে পালবাড়ি থেকে প্রতিমা আনেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরাও যোগ দিয়েছেন তাদের সঙ্গে। দেবীর আগমনের বার্তা দিয়ে দেওয়াল চিত্রন করেন এলাকার সবাই। আলপনা দেওয়া, বাজার করা, মন্ডপ সাজানো সবকিছুই হয় মহিলাদের মাধ্যমে।
এই বছর সন্ধ্যায় প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট ছেলেমেয়েদের অংশগ্রহণ করতে দেখা গেল অঙ্কন প্রতিযোগিতায়।

ধোপাপাড়া মহিলাবৃন্দ’র একজন সদস্য নিবেদিতা দত্ত সরকার জানান, এ বছরে তাদের পূজো ৯ বছরে পড়ল। পাড়ার মহিলাদের মিলিত প্রচেষ্টায় চলছে তাদের এই দুর্গা পুজো। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এলাকার সবার মধ্যে গড়ে ওঠে ভ্রাতৃত্ববোধ।

Leave a Reply