মলয় দে নদীয়া:- চাঁদের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের কৌণিক দূরত্ব অনুযায়ী গতকাল রাতে পূর্ণিমার চাঁদ দেখা অনুযায়ী আজ সমগ্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালিত হচ্ছে। আজ রাতে দ্বিতীয়ার চাঁদ দেখা অনুযায়ী ভারত বর্ষ এবং প্রায় সমগ্র এশিয়ায় আগামীকাল ঈদের নামাজ হতে চলেছে। আর সেই উপলক্ষে প্রতিটি মুসলিম ধর্মাবলম্বী পরিবারে ঘর গোছানো এবং রান্নাবান্নার তোড়জোড় চলছে।
নদীয়ার বিভিন্ন জায়গায় চলছে জোরকদমে তার প্রস্তুতি। শান্তিপুরে দেখা গেল ছোট ছেলেদের নতুন বস্ত্র, জুতো সানগ্লাস মেয়েদের মেহেন্দি কাচের চুড়ি সহ বিভিন্ন প্রসাধনী কেনার তোড়জোড় চলছে। পাড়ার রাস্তা গলি মসজিদ প্রাঙ্গণ ঈদগার সাজানোর কাজ চলছে জোড় কদমে। কৃষ্ণনগরের কুঁচি পোতালেনে দেখা গেল রাস্তা সাজানোর কাজে মেতে রয়েছে কচিকাঁচারা ।