সোশ্যাল বার্তা : শ্রমজীবি ক্যান্টিন, ত্রান বিলি, বিনেপয়সার বাজার, কোভিডে আক্রান্তদের জন্য সেফ হোম সহ বিভিন্ন কাজে বতর্মানে ব্যস্ত রয়েছেন। তবুও পুজোর সময় একটু অন্য চিত্র। সর্বস্তরের মানুষের কাছে পার্টির বেশ কিছু বই ও পার্টির বিভিন্ন কাজ সম্পর্কে মানুষের কাছে তুলে ধরতে সাহিত্য বিপনন কেন্দ্র খুলল। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী ) ,কৃষ্ণনগর এরিয়া কমিটির উদ্যোগে । কৃষ্ণনগরে জর্জকোট সামনে শারদীয়া উপলক্ষ্যে মার্কসীয় সাহিত্য বিপণন কেন্দ্র চলছে। পুজোর চারদিন খোলা ছিলো এই বিপনন কেন্দ্র। হাজির ছিলেন জেলার সিপিআইএম নেতৃত্ব এস এম সাদি সহ দলের অন্যান্য কর্মীবৃন্দরা। উদ্যোক্তারা জানান এই বছরে নতুনদের মার্কসীয় বই কেনার ক্ষেত্রে আগ্রহ বেড়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির বিরুদ্ধে ট্রেড ইউনিয়নের মাধ্যমে তারা আন্দোলনে সামিল হবেন না বলে জানালেন। রাজ্যে ঘুরে দাড়ানোর জন্য সাহিত্য বিপননের মাধ্যমেও রাজনৈতিক কৌশল যে রয়েছে তা বলাই যেতে পারে।