হকার উচ্ছেদে ব্যবসা বন্ধ ফুটপাথে, তাই মোটর বাইকে ভ্রাম্যমান গাড়ি বানিয়ে জিনিসপত্র বিক্রি

Social

মলয় দে নদীয়া:-রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে বেআইনি ভাবে দখল করে রাখা ফুটপাথ দখল মুক্ত করতে তৎপর প্রশাসন। সেরকমই শান্তিপুর পৌরসভার একাধিক এলাকায় প্রচার চালিয়ে ফুটপাথ দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে পৌরসভা । তাই এখন দোকান না থাকার কারণে বাড়িতে থাকা মোটর বাইককে কিংবা পুরনো মোটরসাইকেল কিনে ভ্রাম্যমান দোকান বানিয়ে রুজিরোজগারের পথ খুজ্জেন শান্তিপুরের অনেক ফুটপাতের দোকানদার।

সেরকমই এক ব্যাবসায়ী আজ নিজের বাড়িতে থাকা মোটর বাইক টিকে ভ্রাম্যমান দোকান বানালেন এবং জানালেন, বর্তমানে পৌরসভা ফুটপাতে বসে ব্যবসা করতে দেবেনা। তবে পরিবারের মুখে অন্য তুলে দিতে কিছু তো করতে হবে। তাই বাড়িতে থাকা মোটরসাইকেল টিকে এই ভ্রাম্যমান দোকানে পরিণত করে পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দিতেই তার এই প্রয়াস।যদিও এই গাড়ি যারা বানাচ্ছেন,সেই গ্যারেজ মালিক জানাচ্ছেন বর্তমানে হকার উচ্ছেদ হওয়ার পর থেকে, বহু মানুষ তাদের মোটরসাইকেলটিকে এখন ভ্রাম্যমান গাড়িতে পরিণত করতে চাইছে।

ইতিমধ্যে ৮ টিরও বেশি তিনি এই গাড়ি বানিয়েছেন। এক মাসের প্রায় 14 টি গাড়ির অর্ডার করেছেন তিনি ,আরো বরাত আসছে।কারণ পরিবারকে সচ্ছল রাখতে কাজ করতে হবে। তবে শুধু গাড়ি তৈরিতে খরচ ৬০ হাজার টাকা এবং মোটর বাইকের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে প্রায় ১ লক্ষ টাকা খরচে তৈরি করা হচ্ছে এই সমস্ত ভ্রাম্যমান গাড়ি।কেউ লোন নিয়ে কেউবা শেষ সম্বল টুকু উজাড় করে দিয়ে সংসার চালানোর জন্য নতুনভাবে জীবন জীবিকা শুরু করছেন।

Leave a Reply