নদীয়ার শান্তিপুর সাহিত্য পরিষদের, প্রকাশনায় প্রকাশিত হলো ঈশ্বরচন্দ্র বিশেষ সংখ্যা

Social

মলয় দে, নদীয়া:- ১৩৩৬ সালে শান্তিপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছিল “শান্তিপুর” নামক মাসিকপত্রিকা। সহযোগিতার অভাবে তা বন্ধ হয়ে যায় মাত্র এক বছরের মধ্যেই। তারপরে ২০১৮ সালে “ব্রাত্য কথা” নামে প্রকাশিত হলো সুশান্ত মঠের সম্পাদনায়।

গতকাল সেই ব্রাত্য কথাই বই হিসেবে প্রকাশিত হল শারদীয়ার শুভ দিনে। এই বিশেষ সংখ্যাটি নিবেদন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশতবার্ষিকী উদযাপনে।

নদীয়া শান্তিপুর শহরের আশানন্দ পাড়ার সাহিত্য পরিষদ লাইব্রেরি প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে এক মনোরম পরিবেশে বিশিষ্টজনদের উপস্থিতিতে কিছু প্রান্তিক মানুষকে নতুন বস্ত্রদানের মাধ্যমে সম্পূর্ণ হয় আজকের এই অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটির দায়িত্ব নিয়ে পরিচালনা করেন “শান্তিপুর স্বপ্ন”। প্রান্তজনের অন্তস্বর ব্রাত্য কথা প্রসঙ্গে সম্পাদক সুশান্ত মঠ জানান, উনিশ শতক বাংলার শ্রেষ্ঠতম শতক, এই শতকের দশকে দশকে যেসব বড় মাপের মানুষ কলকাতা তথা বাংলার মাটিতে পা রাখলেন, তাঁদের কাউকেই বাদ দিয়ে ভারতের নবজাগরণ অসম্ভব ছিল না। রিলে রেসের যে ব্যাটন রামমোহন রায় রাখলেন ,তা হাতে তুলে নিলেন বিদ্যাসাগর। তাই তাঁর সম্পর্কে বিভিন্ন জনের উপলব্ধি, জানা-অজানা নানা তথ্য সংগৃহীত রূপে প্রকাশিত করার চেষ্টা করেছি। অলংকরণ প্রচ্ছদ তৈরি করেছেন শিবশংকর দাস সুমিত দাস ,সীমা সেন। ৩০০ পৃষ্ঠার এই বইয়ে তাঁর অপরিমাপযোগ্য কর্মকাণ্ডের সামান্য কনা হিসাবে সংগ্রহ করতে পেরেছেন বলে জানান সম্পাদক সুশান্ত মঠ।

বস্ত্রদান প্রসঙ্গে তিনি জানান একই গন্তব্যে যাওয়ার পথে অন্য পথচারীর ক্লান্ত শরীরকে একটু বিশ্রাম দিতে তার হাতের বোঝাটি তুলে নিয়ে ক্ষণিকের জন্য নিজের মানসিক তৃপ্তি অর্জন করেছি মাত্র ।

Leave a Reply