রীতি মেনে সিমেন্ট এর তৈরি প্রতিমায় পুজিত হন মা দুর্গা

Social

মলয় দে,নদীয়া :নদীয়া জেলার রানাঘাটের প্রাচীন দূর্গাপুজো ঘটক বাড়ির দুর্গাপুজো। ১৯০০সালের আগে থেকে পুজো হয়ে আসছে।পরবর্তী কালে মাটির প্রতিমা পুজো শুরু হয় তবে ১৯৭৬ সাল থেকে তবে মাঝখানে কিছু বছর পুজো বন্ধ ছিল ,২০১৫ সাল থেকে পুনরায় পুজো শুরু হয় । ঘটক বাড়ির এক সদস্য বৃহস্পতিবার জানান ঘটক বাড়ির সোমনাথ ব্যানার্জী তিনি মাটির প্রতিমা থেকে সিমেন্টের প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন, লোক কম থাকায়। এখন তাই সিমেন্টের দুর্গা প্রতিমা পূজিত হয় । প্রত্যেক বছর সিমেন্টের দুর্গা প্রতিমা রং করে পুজো হয় । এই পুজোর রীতি কুলো দেবতা মঙ্গলচন্ডী পুজো আগে করা হয় পাশাপাশি লক্ষীর ঘট পুজো মণ্ডপে নিয়ে আসা হয় ।এই বছর করোনা সংক্রমণের জন্য সরকারী নিয়ম মেনে হচ্ছে পুজো।

Leave a Reply