লীগ জয়ে খুশীর হাওয়া কৃষ্ণনগর মেরিনার্সের

Social

প্রীতম ভট্টাচার্য  : গত ১৮ ই অক্টোবর সন্ধ্যা ৬টায় জাতীয় লীগের কাপ জয়ে খুশীর হাওয়া নদীয়া জেলার কৃষ্ণনগর মেরিনার্সের। খেলা জিতেও করোনার জন্য ফেডারেশন মোহনবাগানের হাতে আইলিগের হীরো কাপ তুলে দিতে পারেনি। ১৮ ই অক্টোবর সেই কাপ ফেডারেশন মোহনবাগানের হাতে তুলে দেয়।

সারা দেশে সেই খুশীর হাওয়ার সাথে কৃষ্ণনগর মেরিনার্সের সমর্থকরা খুশিতে সামিল হয় ও সারা শহর জুড়ে প্রায় পঞ্চাশজন সমর্থক বাইক নিয়ে শোভাযাত্রা করে ও শহরের পাঁচ প্রান্তে মিষ্টি বিলি করে।

কৃষ্ণনগর মেরিনার্সের সভাপতি কৌশিক সরকার ও সম্পাদক দেবব্রত মিত্র বলেন দেরীতে হলেও এরকম একটা অানন্দের দিনে শহরের সকল মানুষের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশী।

Leave a Reply