মলয় দে, নদীয়া :- ট্রেনের মধ্যে , ক্যান্টিন, কিচেন, বাতানুকূল ব্যবস্থা, শয়নের জায়গা, কনফারেন্স হল সবটাই শুনেছেন! তবে ট্রেন পথে ভ্যাক্সিনেশন শুনেছেন কখনো?
রেলের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারীদের জন্য বিশেষ উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। রেল কর্মচারীদের ভ্যাকসিনেশন হলো আজ সোমবার রানাঘাট স্টেশনে। শিয়ালদহ থেকে আরোগ্য ভ্যান নামে একটি বিশেষ এক কামরার ট্রেন আজ রানাঘাটে স্টেশনে এসে পৌঁছায়। সেই ট্রেনের সেই কামরার মধ্যেই ছিল ভ্যাকসিনেশন করার যাবতীয় ব্যবস্থা।
সোমবার রানাঘাট ছ নম্বর প্লাটফর্মে রেল কর্মীদের ভ্যাকসিনেশনের বিশেষ এক কামরার ট্রেনে ছিল ভ্যাকসিনেশনের সমস্ত ব্যবস্থা।রেল কর্মীদের জন্য রেলের এই ব্যবস্থায় খুশি রেল কর্মচারী থেকে শুরু করে তাদের পরিবার বর্গ, তবে আবদার পরিবারের জন্য ভ্যাকসিন বরাদ্দ হোক এভাবেই।এদিন ১২০ জন রেল কর্মচারীকে ভ্যাকসিনেশন করা হয়,রেলের পক্ষ থেকে। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শিয়ালদহ মেন লাইনের বিভিন্ন জংশন স্টেশনে রেল কর্মচারীদের টিকাকরণ এই প্রক্রিয়া চলতে থাকবে গোটা সপ্তাহ জুড়ে।