পুজোর থিম ফ্লোরিডার আদিবাসী সেমিলোন সম্প্রদায়ের সংস্কৃতির ভাবধারা

Social

সোশ্যাল বার্তা : আর পূজো মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। সমস্ত পূজোকমিটি এখন চরম ব্যস্ত। আর ঠিক এই কর্মব্যস্ততার ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আশুরালী সৃষ্টি ক্লাবের পূজো উদ্যোক্তাদের।প্রতিবছরই এলাকায় অভিনবত্বের দাবীরাখে এই ক্লাব।এখানে ক্লাব সদস্যরাই মন্ডপের থিম থেকে প্রতিমা অভিনবত্ব তুলে ধরেন। আর এবছরও করোনা আবহে সমস্ত নিয়মবিধি মেনে পূজো করবেন এমনটাই জানালেন ক্লাব উদ্যোক্তারা।

সৃষ্টি ক্লাবের পূজো এবছর ১৩ তম বর্ষে পদার্পন করছে।এবছর মন্ডপ হোগলা পাতা দিয়ে বানানো চলছে।আদিবাসী রাজাদের রাজবাড়ির একটুকরো ছবি মন্ডপে তুলে ধরার চেষ্টা করবে। এছাড়া প্রতিমার মধ্যে তুলে ধরা হবে ফ্লোরিডার আদিবাসী সেমিলোন সম্প্রদায়ের সংস্কৃতির ভাবধারা প্রতিমার মধ্যে তুলে ধরা হচ্ছে। ক্লাবসদস্য নীলোৎপল মিত্র জানান,এবছর দর্শনার্থীদের জন্য সরকারী সমস্ত নিয়মবিধি মানা হবে।মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে মন্ডপে।মহাপঞ্চমীর দিন মন্ডপ ও প্রতিমার শুভ উদ্বোধন করা হবে ।তবে এই মুহুর্তে দিনরাত এককরে কাজ করছে প্রতিমা শিল্পী থেকে মন্ডপ শিল্পীরা।

Leave a Reply