মোহনবাগানের গর্বের দিনকে কলঙ্কিত করলো মোহনবাগান কতিপয় সমর্থক

Social

সোশ্যাল বার্তা : গতকাল সকাল সকাল সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে ২০১৯-২০২০ মরসুমের আই লীগ চ্যাম্পিয়ন মোহন বাগানের হাতে এবছরের ট্রফি তুলে দেওয়া হয় শহরের একটি পাঁচ তারা হোটেলে। করোনা আবহের জন্য লীগের সূচি অনুযায়ী শেষ এর কয়েকটি ম্যাচ করা সম্ভব হয়নি। ফেডারেশনের তরফে কিছু পয়েন্টের নিরিখে বোর্ড মিটিং এ মোহনবাগানকে জয়ী ঘোষনা করা হয়।খুবই স্বাভাবিক ভাবে এবছর এটিকের সঙ্গে মোহনবাগানের গাঁট ছাড়া বাধার পর মোহনবাগান দল এখন সব দলের মত গোয়ায় আইএসএল এর চূড়ান্ত প্রস্তুতিতে ব্যাস্ত। সম্ভবতই ক্লাব কর্তা এবং কার্যকরী সমিতির প্রতিনিধিরা ট্রফি হোটেলের বাইরে নিয়ে আসতেই সদস্য সমর্থকরা উল্লাসে ফেটে পরেন এবং যুবভারতী সংলগ্ন বাইপাস কার্যত মোহনবাগান সর্মথকদের হাতে চলে যায়।

শহরের বিভিন্ন প্রান্ত ছুঁয়ে ট্রফি ধীরে ধীরে এগোতে থাকে ক্লাব টেন্টের দিকে কলকাতার আকাশ কার্যত সবুজ মেরুন আবিরে ডেকে যায়। কিন্তু বাদ সাধলো কাশীবোস লেন ধরে যখন শ্যামবাজারের দিকে সমর্থকরা সবাই মোটামুটি এগিয়ে যাচ্ছিল তখন গুটি কয়েক মোহনবাগান সর্মথক লাল হলুদ কফিন বানিয়ে নাচানাচি শুরু করে দেয় , সেই সঙ্গে কিছু মোহনবাগান সমর্থক যারা ইডেন গার্ডেনের সামনে ছিল তারা ইস্টবেঙ্গল ক্লাবের টেন্টের সামনে গিয়ে অকত্থ ভাষায় ব্যাঙ্গ বিদ্রুপ এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকে যদিও সেই সময় ইস্টবেঙ্গল ক্লাবের গেট বন্ধ ছিল।

এই ঘটনা অনেক মোহনবাগান সমর্থকের কাছে খারাপ লেগেছে। সমাজের বিভিন্ন  স্তরের মানুষই ভালো চোখে দেখছেন না।এই প্রসঙ্গে বেহালা ইস্টবেঙ্গল সর্মথকদের দ্বারা তৈরী করা সংঘটন বেহাল ইস্টবেঙ্গলিয়ান্স এর সদসরা জানান খেলায় হার-জিত থাকবেই কিন্তু গতকালের এই ঘটনায় তারা যথেষ্ট মর্মাহত তারা কখনই  মোহনবাগান সমর্থকদের কাছ থেকে এধরণের কার্যকলাপ আসা করেননি। তাঁদের প্রত্যকের গলাতেই প্রতিবাদের ভাষা উঠে এসেছে এবং একই সুরে প্রত্যকে বলেছেন মাঠের লড়াই মাঠেই হবে এর জবাব আমরা সবাই খেলার মাঠেই দেবেন।

তবে একজন মোহনবাগান সমর্থক জানান আবেগের বশে হয়ত ওনারা এমন করে ফেলেছেন এমনটা কাম্য নয় । তিনি এর নিন্দাও করেছেন ।

Leave a Reply